প্রকাশ: ৩১ অগাস্ট, ২০২০ ১৩:৫০ অপরাহ্ন
চৌগাছা (যশোর) প্রতিনিধি : রিপন মাহমুদ চৌগাছা কামিল মাদ্রাসার ছাত্র। সে এখন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ে লেখা পড়া করে। বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি।
সব সময় খাঁকি পোষাক পরিধান করায় মানুষ তাকে "হিটলার "কেউবা "দারোয়ান "বলে ডাকে। তার জীবনের উদ্দেশ্য হলো মানুষের সেবা করা এবং গরীব ও অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করা।
চৌগাছা উপজেলা ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে চৌগাছা বাজারে বিভিন্ন যায়গায় ২৫টি ডাস্টবিন ও ৫৫টি ঝুড়ি বিভিন্ন দোকানের সামনে রেখেছে। সে চৌগাছা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন হিসাবে গড়তে চায়।
বিভিন্ন মসজিদে ও অসহায় মানুষদের মাঝে টিন ও নগত টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। সে রুগীদের সেবা করার জন্য হাসপাতালে ও বাসায় ছুটে যায়। লেখা-পড়ার পাশাপাশি তার এই জনকল্যাণ মূলক কাজকে মানুষের আকৃষ্ট করছে।