ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

বেনাপোলে ১৩টি র্স্বণরে বারসহ এক মহিলা গ্রফেতার


প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২০ ১৯:৫৯ অপরাহ্ন


বেনাপোলে ১৩টি র্স্বণরে বারসহ এক মহিলা গ্রফেতার

বেনাপোল থেকে আশানুর রহমান : বেনোপোল পোটথানাধীন পাঁচভূলোট সীমান্ত থেকে ১ কেজি ৫০০ গ্রাম র্স্বণরে বারসহ পাচারকারীকে পপি খাতুন (২৫) নামে এক মহিলাকে গ্রফেতার করেছে ২১,ব্যাটালয়িন র্বডার র্গাড বিজিবির'র সদস্যরা। আটক পাচারকারী পপি খাতুন বেনাপোলের পুটখালি গ্রামরে কামাল হোসনেরে স্ত্রী। 

মঙ্গলবার (২৯ সপ্টেম্বের) দুপুরে পাঁচভূলোট সীমান্ত এলাকা থেকে র্স্বণসহ মহিলা পাচারকারীকে গ্রফেতার করা হয়।

২১ বিজিবির ব্যাটালয়িনরে অধিনায়ক লে কনেল মনজুর-ই-এলাহী জানান,পাঁচ ভুলোট সীমান্তে বিজিবির  কাছে গোপন সংবাদ আসে বড় ধরনরে র্স্বণের একটি চালান সীমান্ত দিয়ে ভারতে পাচার হবে সংবাদ পেয়ে  বিজিবির  একটি টহল দল পাঁচ ভুলোট সীমান্ত অভিযানচালিয়ে ১৩টি র্স্বণরে বার সহ পপি খাতুন নামে এক মহিলা পাচার কারিকে গ্রফেতার করে। উদ্ধার র্স্বনের মূল্য ১ কোটি টাকা বলে বিজিবি জানায়।
 
র্দীঘদিন  যাবৎ পপি খাতুন ও তার স্বামী র্স্বণ পাচাররে সাথে জড়তি বলে বিজিবির কাছে স্বীকার করেছে। তবে র্স্বনের  মুল মালিক  এর তথ্য এখনও জানা যায়নি বলে যানা যায়। 

তাকে গ্রফেতাররে জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বিজিবি সদস্যরা। উদ্ধার হওয়া র্স্বণ সহ পাচারকারী পপি খাতুন কে মামলা দিয়ে বেনাপোল র্পোট থানায় সোর্পদ করা হয়ছে।


   আরও সংবাদ