প্রকাশ: ৪ অক্টোবর, ২০২০ ১৮:২৯ অপরাহ্ন
চৌগাছা ( যশোর) প্রতিনিধি : চৌগাছা উপজেলার ঔষধ ফার্মেসী ক্যমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সকল সদস্যদের নিয়ে আজ রোববার সকাল ১০ টায় চৌগাছা কামিল মাদ্রাসা হল রুমে এক মিটিংয়ের আয়োজন হয়।
এসময় মিটিংয়ে সদস্যদের আলোচনার মাধ্যমে পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করার জন্য ঘোষনা করা হয়।
উক্ত কমিটিতে সভাপতি পদে ২ জন লাকী ফার্মেসীর মালিক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ ডাঃ আব্দুর রশীদ ও পলাশী মেডিকেলের মালিক মন্টু মিয়া প্রার্থী হন। সেক্রেটারি পদে ২ জন প্রার্থী হন জে আলম ফার্মেসীর
মালিক আব্দার রহমান ও রুমানা ফার্মেসীর মালিক অধ্যাপক রোকনুজ্জামান রোকন।
ব্যালট পেপারের মাধ্যমে ৮৬ ভোটারের মধ্যে ৮৩ জন ভোট দিয়ে সভাপতি নির্বাচন করেন। এর মধ্যে ৪৭ ভোট পেয়ে পলাশী মেডিকেলের মালিক মন্টু মিয়া সভাপতি নির্বাচিত হয়েছেন। আর লাকী ফার্মেসীর মালিক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ ডাঃ আব্দুর রশীদ পান ৩৪ ভোট।
সেক্রেটারি পদে ৪৭ ভোট পেয়ে রুমানা ফার্মেসীর মালিক অধ্যাপক রোকনুজ্জামান রোকন নির্বাচিত হন। আর জে আলম ফার্মেসীর মালিক আব্দার রহমান পান ৩৬ ভোট। নতুন সভাপতি ও সেক্রেটারী নির্বাচিত হওয়ায় উপজেলার সকল ঔষধ ফার্মেসীর মালিক ও সদস্যগণ আনন্দিত।