ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

বেনাপোলে পরিত্যক্ত ২০টি ককটেল উদ্ধার


প্রকাশ: ৬ অক্টোবর, ২০২০ ১৮:০১ অপরাহ্ন


বেনাপোলে পরিত্যক্ত ২০টি ককটেল উদ্ধার

বেনাপোল থেকে আশানুর রহমান : যশোরের  বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায়  ২০টি তাজা ককটেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বেনাপোল বন্দরের ৫ নং গেটের সামনে আব্দুর রশিদের বাড়ি থেকে এ ককটেলগুলো উদ্ধার করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়ানের বেনাপোল ক্যাম্পের সুবেদার শহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বন্দরের ৫ নং গেটের সামনে  আব্দুর রশিদের বাড়ির দ্বিতীয় তলার টয়লেটের মধ্যে থেকে ২০টি তাজা ককটেল উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত ককটেল বেনাপোল পোর্ট থানায় জমা করা হয়েছে বলে তিনি জানান।


   আরও সংবাদ