প্রকাশ: ২০ নভেম্বর, ২০২০ ২১:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার উকিল পাড়ায় জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সন্দেহভাজন ওই জঙ্গি আস্তানা আজ শুক্রবার ভোর থেকে ঘিরে রেখেছেন র্যাব সদস্যরা।
যেকোনো সময় সন্দেহভাজন ওই আস্তানায় অভিযান চালানো হবে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা (মিডিয়া) আশিক বিল্লাহ। ২০ নভেম্বর সকাল ১০টায় তিনি এতথ্য জানান। ঘটনাস্থলে র্যাব-পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত রয়েছেন।