ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

যশোর আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা


প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২০ ২৩:১৭ অপরাহ্ন


যশোর আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা

চৌগাছা থেকে  ফখরুল ইসলাম: যশোর জেলা আইনজীবি সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চৌগাছা প্রেসক্লাব।

বৃহস্পতিবার দুপুর ২টায় যশোর জেলা আইনজীবি সমিতি ভবনে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় প্রেসক্লাব চৌগাছার নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর জেলা আইনজীবি সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট কাজী ফরিদুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট খন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল, অ্যাডভোকেট জিএম আবু মুছা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহীনুর আলম শাহীন মল্লিক, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট আবুল কায়েস, সহকারী সম্পাদক অ্যাডভোকেট জাহিদুল ইসলাম সুইট, অ্যাডভোকেট নাসির উদ্দিন, গ্রন্থাগার সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান খান, সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মাসুদ, অ্যাডভোকেট নবকুমার কুন্ডু, অ্যাডভোকেট রেজাউর রহমান রাজু, অ্যাডভোকেট আরিফ শাহারিয়ার ও অ্যাডভোকেট সেলিম রেজা।

এসময় জেলা আইনজীবি সমিতির বিদায়ী সভাপতি প্রবীণ আইনজীবি এম ইদ্রিস আলীকেও শুভেচ্ছা জানায় প্রেসক্লাব চৌগাছার নেতৃবৃন্দ।

প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব চৌগাছার সভাপতি জিয়াউর রহমান রিন্টু, সম্পাদক অমেদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, সহ-সভাপতি হুমায়ূন কবীর সোহেল, যুগ্ম-সম্পাদক বাবুল আক্তার, দপ্তর সম্পাদক এইচ এম ফিরোজ হোসেন, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান মুক্ত, সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার দত্ত, ধর্ম বিষয়ক সম্পাদক এমএ রহিম, নির্বাহী সদস্য অধ্যক্ষ আবু জাফর ও আব্দুল্লাহ আল মামুন।

আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাব চৌগাছার সদস্য শফিকুল ইসলাম দেওয়ান, মেহেদী হাসান, বিএম উজ্জ্বল হোসেন রনি, রায়হান হোসেন প্রমুখ।


   আরও সংবাদ