প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২০ ১৫:৫৮ অপরাহ্ন
মণিরামপুর সংবাদদাতা: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বিপুল সংখ্যক দর্শক সমাগমের মধ্য দিয়ে মণিরামপুরের ঐতিহ্যবাহী ভরতপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশর্ত বার্ষিকী উদযাপন উপলে ৮ দলীয় নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধা থেকে গভীর রাত পর্যন্ত ভরতপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়।
৮ দলের নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ খেলার ফাইনালে শ্যামনগর স্পোটিং কাব ফুটবল দল বনাম নাভানা স্পোটিং কাব ফুটবল দল নির্ধারিত সময়ে গোল শুন্য ড্র করে। পরে টাইব্রেকারে ০-২ গোলের ব্যবধানে নাভানা স্পোটিং কাবকে পরাজিত করে শ্যামনগর চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন বীরেশ্বর মন্ডল, মনোজিৎ বিশ্বাস, মোঃ রফিকুল ইসলাম। ম্যাচের ধারাভাষ্যকার উপস্থিত ছিলেন সোহাগ হোসেন লিপু ও মেহেদী হাসান। খেলার উদ্বোধন ও শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ১৩নং খানপুর ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ।