ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

পতাকা অবমাননার দায়ে ব্যাংক ম্যানেজারসহ দুইজন স্ট্যান্ড রিলিজ


প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২০ ১৮:৩২ অপরাহ্ন


পতাকা অবমাননার দায়ে ব্যাংক ম্যানেজারসহ দুইজন স্ট্যান্ড রিলিজ

মণিরামপুর সংবাদদাতা: বিজয় দিবসে সোনালী ব্যাংক লিমিটেড মণিরামপুর শাখায় ঝাড়ুর স্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় পতাকার অবমাননার দায়ে শাখা ব্যবস্থাপক ফারুকুজ্জামান ও ব্যাংকের প্রহরী আনসার সদস্য জাহাঙ্গীর আলমকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

শাখা ব্যবস্থাপক ফারুকুজ্জামানের স্থলে তৌহিদুর রহমান নামে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সোনালী ব্যাংক যশোর অঞ্চলের উপ-মহা ব্যবস্থাপক শফিকুল ইসলাম বৃহস্পতিবার সরেজমিন পরিদর্শন শেষে এই ব্যবস্থা গ্রহণ করেন।

জানা যায়, ব্যাংক ম্যানেজার ফারুকুজ্জামানকে প্রত্যাহার করে যশোর প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে এবং আনসার সদস্য জাহাঙ্গীর আলমকে হেড কোয়াটারে সংযুক্ত করা হয়েছে। সোনালী ব্যাংক মণিরামপুর শাখার নতুন ব্যবস্থাপক তৌহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
বিজয় দিবস উপল্েয বুধবার  সকালে সোনালী ব্যাংক মণিরামপুর শাখায় ঝাড়–র  স্ট্যান্ডে  জাতীয় পতাকা উত্তোলন করা হয়।  ঝাড়ুর ভাঙা স্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলনের ছবিটি ক্যামেরাবন্দী করে স্থানীয় সাংবাদিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিলে তাৎক্ষনিকভাবে তা ভাইরাল হয়ে ছড়িয়ে পড়লে  সমালোচনা শুরু হয়। ব্যাংকের এই শাখা কর্তৃপ জাতীয় পতাকার অবমাননা করায়  বিচারের দাবি তুলে অনেকে মন্তব্য করেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, সহকারী কমিশনার (ভূমি) পলাশ দেবনাথ, থানার ওসি রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউএনও’র উপস্থিতিতে স্ট্যান্ড পরিবর্তন করে নতুন একটি স্টান্ডে পতাকা উত্তোলন করেন দায়িত্বরত প্রহরী জাহাঙ্গীর আলম।

বিষয়টি  ইউএনও সৈয়দ জাকির হাসান ব্যাংকের ডিজিএমকে জানান। এর পর ব্যাংকের উর্ধ্বতন কতৃপক্ষ শাখা ব্যবস্থাপক ফারুকুজ্জামানের বিরুদ্ধে তৎপর হন এবং বৃহস্পতিবার সরেজমিন পরিদর্শনে এসে  ব্যাংকের ম্যানেজার ফারুকুজ্জামান এবং  গাডর্ (প্রহরী) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করে নেন।


   আরও সংবাদ