প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২০ ২২:১৩ অপরাহ্ন
চৌগাছা থেকে ফখরুল ইসলাম: যশোরের চৌগাছায় মাঠ থেকে কৃষকের ফসল ঘরে তুলতে কৃষকরা সেচ্ছা শ্রমে রাস্তা নির্মাণ করেছেন।
মঙ্গলবার উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণকয়ার পাড়া গ্রামের দক্ষিণ মাঠে এ রাস্তা নির্মান করা হয়। নিজেদের জমি দানকরে এ কাজে প্রায় ২শ জন কৃষক সেচ্ছাশ্রমে কৃষিজমি থেকে ফসল ও কৃষিজাত পন্য সামগ্রি তুলে বাড়ীতে আনতে রাস্তা নির্মান করছেন।
দক্ষিণ কয়ারপাড়া গ্রামের কৃষক আবুল কালাম বলেন, আমরা দক্ষিণ কয়ারপাড়া গ্রামের কৃষক, রায়শার বিল ও চাকলার বিলের দাঁড়ির মাঠ থেকে কৃষি আবাদ বাড়ীতে আনতে দারুণ ভাবে ভোগান্তির শিকার হতে হয়। ভোগান্তি থেকে মুক্তি পেতে গ্রামের সব কৃষকরা মিলে নিজেদের জমি দান করে ফসল বাড়ীতে তোলার জন্য এ রাস্তা নির্মান করলাম।
এ সময় কথা হয় কৃষক আব্দুস সামাদ, জহুরুল আলম, আবুল কালাম, মোফাজ্জেল হোসেন তারা জানান, এ গ্রামের কৃষকদের রক্তপানি করা ফসল ঘরে আনতে ৫০ জন কৃষক বিনামূল্যে নিজেদের জমি দান করেছেন। আজ গ্রামের কৃষক, যুবক, শিশু, কিশোর, বয়োবৃদ্ধসহ প্রায় ২শ জন কৃষক সেচ্ছা শ্রমে টলি, ঝুড়ি, বস্তায় করে মাটি টেনে হাফ কিঃ মিঃ নতুন কাঁচা রাস্তা নির্মাণ করেছি। বৃদ্ধ মোফাজ্জেল হোসেন বলেন,”একতাই বল” একেই বলে ” দশেমিলে করিকাজ হারিজিতি নাহি লাজ”। এদিকে নিজের ফলানো ফসল ঘরে তোলার নতুন রাস্তা পেয়ে এ এলাকার কৃষকদের মাঝে আনন্দের ফোয়ারা বইছে।