প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২০ ২০:৫৭ অপরাহ্ন
মণিরামপুর সংবাদদাতা: মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মণিরামপুর উপজেলায় গৃহহীনদের দুস্থ মানুষের জন্য ২৬২টি ঘর নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা যায়, উপজেলার হাজরাইল ও মাছনা এলাকায় খাসজমি অধিগ্রহণ করে ১০০টি ঘর নির্মাণের কাজ বর্তমানে চলমান রয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বাকী ঘরগুলি নির্মানের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে।
গত সোমবার (২১ ডিসেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ দেবনাথ উপজেলার কাশিমনগর ইউনিয়নের শিরালী মদনপুর মৌজায় ৮৯ শতক খাস জমি উদ্ধার করে তা অধিগ্রহণ করেছেন। উদ্ধারকৃত জমিতে গৃহহীন দুস্থ্যদের জন্য ৩৬টি পাকা ঘর নির্মাণ করা হবে।
এদিকে বর্তমানে উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের হাজরাইল ও খানপুর ইউনিয়নের মাছনা গ্রামে নির্মানাধীন কাজ বুধবার সরেজমিন পরিদর্শনে আসেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ জিয়াউর রহমান।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ দেবনাথ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস. এম আবু আব্দুল্লাহ বায়েজিদ উপস্থিত ছিলেন।