প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২০ ২১:২০ অপরাহ্ন
মণিরামপুর সংবাদদাতা: মণিরামপুরে মেয়েকে বাল্য বিয়ে দেওয়ার অপরোধে, পিতা আশরাফ আলীকে ১০ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আদালত সুত্রে জানা যায়, এদিন বিকেলে পৌর এলাকার বিজয়রামপুর গ্রামে বাল্য বিয়ের খবর পেয়ে পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হানা দেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান। পুলিশের উপস্থিতি টের পেয়ে বরসহ বর পক্ষের লোকজন দৌড়ে পালিয়ে যান। এ সময় কন্যা ফারজানা আক্তার রিয়ার বাল্য বিয়ে দেয়ার দায়ে কন্যাকে ও পিতা আশরাফ আলীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।