প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২০ ২১:৫৪ অপরাহ্ন
মণিরামপুর(যশোর)সংবাদদাতা: আগামী ৩০ জানুয়ারী-২০২১ অনুষ্ঠিতব্য মণিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার টিকিট পেলেন বর্তমান মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান।
আওয়ামীলীগ দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার (২৬ ডিসেম্বর) মণিরামপুর পৌরসভার আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে কাজী মাহমুদুল হাসানের নাম ঘোষণা করা হয়। এই ঘোষণার মধ্য দিয়ে আওয়ামীলীগের দলীয় প্রার্থীতা নিয়ে সকল জল্পনার অবসান ঘটেছে।
গত কয়েকদিন ধরে দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা প্রভাষক ফারুক হোসেন, মণিরামপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর প্যানেল মেয়র কামরুজ্জামান কামরুল, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও তরুন আওয়ামীলীগ নেতা এ্যাড. বশির আহম্মেদ খান, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাবেক পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা জি.এম মজিদ এই ৬ জনের মধ্যে কে নৌকার টিকিট পাচ্ছেন? তাই নিয়ে মণিরামপুর পৌরবাসীসহ উপজেলার বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও পর্যালোচনা চলে আসছিলো।
অধিকাংশেরই ধারনা ছিলো আবারও আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাবেন বর্তমান মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। অবশেষে সেই ধারনাই বাস্তব হলো।