প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২০ ১৬:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: চাঁদপুরের ওয়ার্লেস থেকে ৭৫ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জালসহ ,দুই জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক বিএনি নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
লেঃ কমান্ডার আমিরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের ওয়ার্লেস মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মুন্সিগঞ্জ থেকে হরিনাগামী একটি ট্রাক থেকে নতুন কারেন্ট জালসহ দুই ব্যাক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তিরা হলো- আরিফ (৩২) আব্দুল বারেক (৪২)।
পরবর্তীতে জব্দকৃত জালসমূহ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আটককৃত দুইজনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককেই ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।