প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২০ ১৯:৩৬ অপরাহ্ন
মণিরামপুর সংবাদদাতাঃ মণিরামপুরের রাজগঞ্জ সড়কের শহীদ আকরাম মোড়ে বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে বীরমুক্তিযোদ্ধা শহীদ আকরাম হোসেনসহ শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোর মুক্তিযোদ্ধা কবি ও গীতিকার তপন বিশ্বাস (পবন)।
স্থানীয় বাসিন্দা হায়দার আলীর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা হেরমত আলী, বীরমুক্তিযোদ্ধা জামালুদ্দীন খাঁ, সুজন (সুশাসনের জন্য নাগিরিক) মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক আব্বাস উদ্দীন, স্থানীয় পৌর কাউন্সিলরর মোঃ জামশেদ আলীসহ এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন।