ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


প্রকাশ: ১ জানুয়ারী, ২০২১ ২১:৩২ অপরাহ্ন


চৌগাছায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চৌগাছা থেকে ফখরুল ইসলাম: চৌগাছায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে চৌগাছা উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে কেক কাটা, র‌্যালি, আলোচনা সভার আয়োজন করা হয়।

বিকেল সাড়ে চারটার দিকে শহরের কাঁচাবাজারে বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ওয়াসিম, ছাত্রদল নেতা আল আমিন ইসলাম তুহিন, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ, ইমরান হোসেন, বিপুল হোসেন, মেহেদী হাসান শয়ন, বিপ্লব হোসেন, বিরুজ মিয়া, নাজমুল হোসেন, খালেদুর রহমান, আল আমিন, নাজমুল হোসেন, বিএম বাবু, রবিউল ইসলাম, তাজমুন আমিন ইমন, সাকিল হোসেন, আবু হানিফ, যুবনেতা কামরুল ইসলাম, মনিরুল ইসলাম, রাজু আহমেদ, আজমির হোসেন, রাসেল হোসেন প্রমুখ। র‌্যালিতে কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করে।

র‌্যালি শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদল নেতা আল আমিন ইসলাম তুহিন। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির আহবায়ক সাবে পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার। অন্যানের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র সাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহেদ প্রমুখ।

সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পাঁচনামনা জামে মসজিদের ইমাম মাওলানা শাহীনুর রহমান।


   আরও সংবাদ