ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

শার্শায় মামাকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করল ভাগ্নে


প্রকাশ: ২ জানুয়ারী, ২০২১ ২১:২৩ অপরাহ্ন


শার্শায় মামাকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করল ভাগ্নে

বেনাপোল থেকে আশানুর রহমান আশা: যশোরের শার্শায় মামা মুক্তার আলী (৫৮) কে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ভাগ্নে মাজহারুল ইসলাম (৪৫) ও তার সহযোগী মামুন (৩০) এবং মাসুম (২২)।

ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল ৪ টায় উপজেলার গোগা ইউনিয়নের অগ্রভূলাট গ্রামের উত্তর পাড়ায়।

পুলিশ জানায়, মৃত. চাঁদ আলীর ছেলে মুক্তার আলী ও মৃত. কাসেম আলীর ছেলে মাজহারুল ইসলাম জমিজমা বিষয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

কথা কাটাকাটির এক পর্যায়ে মাজহারুল ও তার ছেলে মামুন, মাসুম ঘর থেকে রামদা এনে মুক্তার আলীকে এলোপাতাড়ি ভাবে কোপায়।
গলায় রামদা দিয়ে কোপানোর কারনে ঘটনাস্থলেই মুক্তারের মৃত্যু হয়।

শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বলেন, জমিজমার বিবাদে একজনের মৃত্যু হয়েছে। আসামী আটকের চেষ্টা চলছে।

 


   আরও সংবাদ