ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

মণিরামপুর পৌরসভা নির্বাচনে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ


প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২১ ১৬:৫৪ অপরাহ্ন


মণিরামপুর পৌরসভা নির্বাচনে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

মণিরামপুর সংবাদদাতা: যশোরের মণিরামপুর পৌরসভা নির্বাচনে দাখিলকৃত সকল মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। রবিবার (৩ জানুয়ারী) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মেয়র ও কাউন্সিলর পদে দাখিলকৃত ৫৫ প্রার্থীর সকল মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

জানা যায়, মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে  ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্ধারিত তারিখের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

মেয়র পদের প্রার্থী আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান (আওয়ামী লীগ), অ্যাড. শহীদ মুহম্মদ ইকবাল হোসেন (বিএনপি) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আলহাজ্জ্ব আবু তালেব।

সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা হলেন-১নং সংরক্ষিত ওয়ার্ডে অনিমা মিত্র, ফারহানা আফরোজ রিক্তা, পারভীন আক্তার ও রেনুকা হালদার। ২নং সংরক্ষিত ওয়ার্ডে শংকরী রানী বিশ্বাস, গায়েত্রী রানী পাল, অপেলা খাতুন ও ফারজানা আক্তার। ৩নং সংরক্ষিত ওয়ার্ডে রিক্তা পারভীন, গীতা রানী কুন্ডু, মাজেদা খাতুন, জাহানারা বেগম, জেসমিন বেগম, রেক্সোনা বেগম ও লিলিমা বেগম।

সাধারণ কাউন্সিলর প্রার্থীরা হলেন, ১নং-(হাকোবা) ওয়ার্ডে আনিসুর রহমান, মোহাম্মদ আজিম ও মিজানুর রহমান। ২নং- (মহাদেবপুর-গাংড়া-জয়নগর) ওয়ার্ডে আনোয়ার হোসেন, আলমগীর হোসেন, গোপাল মল্লিক ও সুমন কুমার দাস। ৩নং- (মণিরামপুর) ওয়ার্ডে বাবুলাল চেীধুরী, গৌর কুমার ঘোষ ও পলাশ ঘোষ। ৪নং-(দূর্গাপুর-স্বরুপদাহ) ওয়ার্ডে আদম আলী, আব্দুর রহমান, লুৎফর রহমান, মহসিন হোসেন, বিল্লাল হোসেন ও আসলাম হোসেন। ৫নং-(তাহেরপুর) ওয়ার্ডে মফিজুর রহমান, আসাদুজ্জামান মোড়ল, ও শরিফুল ইসলাম। ৬নং-(জুড়ানপুর-বিজয়রামপুর আংশিক) ওয়ার্ডে কামরুজ্জামান, জামসেদ আলী, আব্দুল কুদ্দুস, মফিজুর রহমান ও লুৎফর রহমান। ৭নং (মোহনপুর) ওয়ার্ডে কামরুজ্জামান, রফিকুল ইসলাম, ইউছুপ আলী ও রফিকুল ইসলাম রফি। ৮নং-(কামালপুর-মোহনপুর আংশিক) ওয়ার্ডে ফজলুর রহমান, ইমন আহমেদ হায়দার ও বাবুল রহমান। ৯নং (বিজয়রামপুর) ওয়ার্ডে সন্তোষ স্বর, আয়ুব পাটোয়ারী, নূর আলম, আলমগীর হোসেন, ফারুক হোসেন ও মাষ্টার হাবিবুর রহমান।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও মণিরামপুর উপজেলা নির্বাচনী অফিসার সাহিদুর রহমান।


   আরও সংবাদ