ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

শার্শায় স্মার্ট লাইভস্টক ভিলেজ শুভ উদ্বোধন ও ডিওয়ার্মিং ক্যাম্পেইন


প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২১ ১৬:৫৮ অপরাহ্ন


শার্শায় স্মার্ট লাইভস্টক ভিলেজ শুভ উদ্বোধন ও ডিওয়ার্মিং ক্যাম্পেইন

বেনাপোল থেকে আশানুর রহমান আশা: যশোরের শার্শায় মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে স্মার্ট লাইভস্টক ভিলেজের শুভ উদ্বোধন ও ডিওয়ার্মিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ জানুয়ারী) সকালে উপজেলার শ্যামলাগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে এই ডিওয়ামিং ক্যাম্পেইন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর শার্শা যশোরের আয়োজনে অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) সুবোল বোস মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মো: মাহবুবুল আলম ভূঁঞা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাছুমা খাতুন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত চাষিদের মাঝ কৃমিনাশক ট্যাবলেট, নেপিয়ার ঘাসের কাটিং এবং মুরগীর ঠোঁটকাটা মেশিন বিতরণ করা হয়।

 


   আরও সংবাদ