ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

মণিরামপুর উপজেলা বিএনপির সম্পাদক মশিউর রহমানের ইন্তেকাল


প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২১ ১৯:৫৭ অপরাহ্ন


মণিরামপুর উপজেলা বিএনপির সম্পাদক মশিউর রহমানের ইন্তেকাল

মণিরামপুর সংবাদদাতা মণিরামপুর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও ১২নং শ্যামকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম মশিউর রহমান (৬৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি....রাজিউন)

শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেল পাঁচটায় ঢাকার একটি বে-সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। 

তিনি দীর্ঘদিন যাবত কিডনি ও উচ্চরক্তচাপ জনিত ব্যাধিতে ভুগছিলেন।  তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান মিন্টু। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা, ১ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ এ্যাড. শহীদ ইকবাল হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দ মরহুম এসএম মশিউর রহমানের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করে তার আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

ঢাকা থেকে মরহুমের মৃতদেহ এসে পৌছুলে তার পৈত্রিক নিবাস উপজেলার আমিনপুর গ্রামে দাফন সম্পন্ন করা হবে বলে মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে। মরহুম এসএম মশিউর রহমানের মৃত্যুতে মণিরামপুর প্রেসকাবের সভাপতি ফারুক আহামেদ লিটন ও সাধারন সম্পাদক মোতাহার হোসেনসহ প্রেসকাবের সাংবাদিকবৃন্দ অনুরূপ এক শোক বিবৃতিতে মরহুমের আতœার মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।


   আরও সংবাদ