ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

মণিরামপুর প্রেসকাবে দোয়া ও মিলাদ মাহফিল


প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২১ ২০:০৬ অপরাহ্ন


মণিরামপুর প্রেসকাবে দোয়া ও মিলাদ মাহফিল

মণিরামপুর সংবাদদাতা দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক মরহুম সাংবাদিক আসলাম হোসেন, মণিরামপুর প্রেসকাবের সাবেক সহ-সভাপতি অধ্যাপক নূরুল ইসলামের মাতা মরহুম হাজেরা খাতুন, নির্বাহী সদস্য হোসাইন নজরুল হকের শ্বশুর মরহুম শামছুর রহমান, সদস্য অধ্যাপক এম.আলাউদ্দীনের ছোট ভাই মরহুম ইকবাল হোসেন, সাবেক নির্বাহী সদস্য উৎপল বিশ্বাসের শ্বশুর ও কুলটিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান প্রয়াত লক্ষণ চন্দ্র ধরের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় মণিরামপুর প্রেসকাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় মণিরামপুর প্রেসকাব মিলনায়তনে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রেসকাবের সভাপতি ফারুক আহামেদ লিটন।

সম্পাদক মোতাহার হোসেনের সঞ্চালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রেসকাবের সাবেক সভাপতি অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন, এস.এম মজনুর রহমান, সহ-সভাপতি জিএম ফারুক আলম, প্রভাষক নুরুল হক, যুগ্ম সম্পাদক হারুন অর রশীদ সেলিম, আসাদুজ্জামান রয়েল, সাংগঠনিক সম্পাদক এসএম সিদ্দিক, নির্বাহী সদস্য অধ্যাপক হোসাইন নজরুল হক, দপ্তর সম্পাদক অশোক কুমার বিশ্বাস, সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক প্রচার সম্পাদক হারুন-অর রশিদ, সাংবাদিক অধ্যাপক বাবুল আকতার, অধ্যাপক এম.আলাউদ্দীন, ইলিয়াস হোসেন, রাহাত হোসেন প্রমুখ। 


   আরও সংবাদ