ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় শিক্ষক কর্মচারী ইউনিয়নে শামনুর সামাউল ও শাহানুর নাসির প্যানেলে নির্বাচন


প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২১ ২২:০৪ অপরাহ্ন


চৌগাছায় শিক্ষক কর্মচারী ইউনিয়নে শামনুর সামাউল ও শাহানুর নাসির প্যানেলে নির্বাচন

চৌগাছা থেকে ফখরুল ইসলাম : যশোরের চৌগাছা উপজেলার শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়ন লিঃ আসন্ন নির্বাচন উপলক্ষে শিক্ষক ও কর্মচারীদের মধ্যে চলছে নির্বাচনী আমেজ। 

আগামী শনিবার ২৩ জানুয়ারি সকাল ৯ টা থেকে দুপর ৩ টা পর্যন্ত ভোট অনুষ্টিত হবে। উপজেলার কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের কল্যানে নিয়োজিত এ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন।

ভোটের জন্য প্রার্থীরা ছুটে চলছেন এক প্রতিষ্ঠান থেকে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে। প্রার্থীরা দিচ্ছেন  অনেক আশার বানী। সকল সদস্যগন চাচ্ছেন নির্বাচনের মাধ্যমে একটি সৎ যোগ্য নেতৃত্ব।

জানা যায় চৌগাছা উপজেলায় এই সমিতিতে কলেজের ২৪ জন, মাদ্রাসার ৭৯ জন, মাধ্যমিক বিদ্যালয়ে ১৭৯ জন ও প্রাথমিক বিদ্যালয়ে  ৮১ জন মিলে মোট ৩৬৩ জন সদস্য রয়েছে। এই সমিতি প্রথম দুই মেয়াদে সিলেকশনের মাধ্যমে কমিটি হলেও এবার তৃতীয় মেয়াদে প্রথম নির্বাচন অনুষ্টিত হচ্ছে।

শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের কয়েকজন সাধারন সদস্য বলেন নির্বাচনের মাধ্যমে আমরা সৎ ও যোগ্য নেতৃত্ব পেতে চাই। 
নির্বাচনে সভাপতি পদে লড়ছেন শাহানুর রহমান, ইংরেজী প্রভাষক, চৌগাছা মৃধা পাড়া মহিলা কলেজ ও শামনুর রহমান মিলন, সহকারী শিক্ষক, হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়। সাধারন সম্পাদক পদে মোঃ নাসির উদ্দীন, প্রধান শিক্ষক, চৌগাছা মডেল প্রাথমিক বিদ্যালয় ও সামাউল ইসলাম, প্রধান শিক্ষক, স্বরুপদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এছাড়া সহ-সভাপতি পদে দু জন শাহনাজ পারভীন, সুপার, দিঘড়ী দাখিল মাদ্রাসা ও মজিরুল ইসলাম। এবং ৩ টি সদস্য পদে নেয়ামত আলী, হাসানিজ্জামান, আশরাফুল, বাবুল হোসেন, হানিফুল ইসলাম ও আব্দুল আজিজ।


   আরও সংবাদ