ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

যশোরে ইউএস ডলারসহ চার হুন্ডি ব্যবসায়ী আটক 


প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২১ ২১:১৩ অপরাহ্ন


যশোরে ইউএস ডলারসহ চার হুন্ডি ব্যবসায়ী আটক 

স্টাফ রিপোর্টার: বিজিবি'র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক যশোর হামিদপুর হতে ১,৯০,০০০/- ইউএস ডলারসহ ০৪ জন আসামী (হুন্ডি ব্যবসায়ী) আটক।  

দীর্ঘদিন যাবত যশোর অঞ্চলে চোরাচালানী কার্যক্রম পরিচালনা করে আসছে। উক্ত চোরাচালানী কার্যক্রম প্রতিহত করার জন্য দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চেরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ নিয়মিত অপারেশন পরিচালনা করা হচ্ছে। 

এছাড়াও, করোনাকালীন সময়ে চোরাকারবারীদের যেকোন তৎপরতা ও কর্মকান্ড রহিতকরনের লক্ষ্যে বিশেষ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। 

২২ জানুয়ারি যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্ণেল সেলিম রেজার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমান ইউএস ডলার পাচারের লক্ষে ৪ জন পচারকারীকে বেনাপোল থেকে  আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককারীরা স্বীকার করেছে যে, তারা হুন্ডি ও স্বর্ণ চোরাকারবারীর সাথে দীর্ঘদিন যাবত জড়িত রয়েছে। 

আটককৃতরা হলেন, মিঠু মন্ডল (২৭),  শহিদুল ইসলাম (২৩),  সোহেল রানা  (হযরত) (৪০),  রাকিবুল হাসান সাগর (২০)।

আটককৃত হুন্ডিসহ আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

অত্র ব্যাটালিয়নের পক্ষ হতে মাদক, চোরাচালান, হুন্ডি ও স্বর্ণ পাচারের বিরুদ্ধে সীমান্তে সার্বক্ষনিক কঠোর নজরদারী রাখাসহ প্রয়োজন অনুযায়ী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। 

 


   আরও সংবাদ