ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ২৬ জ্বমাদিউল সানি ১৪৪৭

মণিরামপুর মুক্তিযোদ্ধাদের বিশেষ সভা


প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২১ ১৫:৩৪ অপরাহ্ন


মণিরামপুর মুক্তিযোদ্ধাদের বিশেষ সভা

মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুর মুক্তিযোদ্ধাদের এক বিশেষ সভা গতকাল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মোঃ আলাউদ্দীনের সভাপতিত্বে  এ সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন সহ-কমান্ডার  নূরুল ইসলাম, প্রাক্তন আহবায়ক লিয়াকত আলী,  সহ- কমান্ডার আকরাম আলী, সহ- কমান্ডার আব্দুল জব্বার, সদস্য নজরুল ইসলাম, ইকবাল হোসেন, নূর মোহাম্মদ, গৌর চন্দ্র মল্লিক প্রমুখ।  

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার  আলাউদ্দীন জানান, উপজেলা মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে আয়োজিত এ সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায়

রাখার স্বার্থে আসন্ন পৌরসভা নির্বাচনে স্বাধীনতার প্রতীক নৌকার পক্ষে উপস্থিত সকল মুক্তিযোদ্ধাগণ সমর্থন জানিয়ে ঐক্যবদ্ধভাবে একযোগে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করেন সেইসাথে  পৌরবাসী নৌকা প্রতীকে ভোট প্রদানে আহবান জানান।


   আরও সংবাদ