ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২, ২৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

য‌শো‌রের ‌চৌগাছায় নয়‌শো কৃষক‌কে বিনামূ‌ল্যে বীজ ও সার বিতরণ


প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২১ ০৫:২১ পূর্বাহ্ন


য‌শো‌রের ‌চৌগাছায়  নয়‌শো কৃষক‌কে বিনামূ‌ল্যে বীজ ও সার বিতরণ


না‌কিব খানঃ য‌শো‌রের চৌগাছায় কৃ‌ষি প্রণোদনা কর্মসূ‌চির আওতায় আউশ ধান আবা‌দের জন‌্য  নয়শো কৃষক‌কে বিনামূ‌ল্যে বীজ ও সার প্রদান করা হ‌য়ে‌ছে। সোমবার বেলা ১১টার সময় চৌগাছা উপ‌জেলা প‌রিষদ মিলনায়ত‌নে এক অনুষ্ঠা‌নের মাধ‌্যমে এসব উপকরণ বিতরণ করা হয়। 

অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি ছি‌লেন য‌শোর-২ চৌগাছা ঝিকরগাছা আস‌নের এম‌পি মেজর জেনা‌রেল (অব:) অধ‌্যাপক না‌সির উ‌দ্দিন। অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন উপজেলা ন‌ির্বাহী অ‌ফিসার প্রক‌ৌশল‌ী এনামূল হক । অনুষ্ঠা‌নে ব‌িশেষ অ‌থি‌তি ছ‌িলেন উপ‌জেলা চ‌েয়ারম‌্যান জনাব মা‌েস্তা‌নিছুর রহমান, উপ‌জেলা ভাইস চ‌েয়ারম‌্যান জনাব দ‌েবাশ‌ীষ ম‌িশ্র জয় ও ম‌হিলা ভাইস চ‌েয়ারম‌্যান নাজ‌নীন নাহার প‌পি। 

প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেই কৃষকদের বিভিন্ন ধরনের প্রণোদনা দেয়া হয়। কৃষির উন্নয়নে সরকার নানামুখি ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে তিনি বলেন,আপনারা প্রণোদনার সার ও বীজ নিয়ে ফসল ফলাবেন আর সরকারের ভাল কাজের প্রচার করবেন।

তিনি বলেন আগে সারের জন্য কৃষককে জীবন দিতে হয়েছে। এখন সার, বিদ্যুতের কোন সংকট নেই। এজন্য কৃষক আগের চেয়ে অনেক বেশি ফসল ফলাতে পারছেন। তিনি করোনাকালে মাস্ক ব্যবহারের কোন বিকল্প নেই উল্লেখ করে বলেন বিভিন্ন জরুরী দরকারে আমাদের বাইরে বের হতেই হয়। বাজার ঘাটে দূরত্ব মেনে চলাও অনেক সময় সম্ভব হয় না। তবুও আমাদের যথেষ্ট সাবধান হতে হবে। 

উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা রইচ উ‌দ্দিন ব‌লেন প্রণোদনা হি‌সে‌বে প্রত্যেক কৃষক‌কে বি‌রি ধান-৪৮ জা‌তের ৫ কে‌জি বীজ,ডিএ‌পি সার ২০ কে‌জি ও  এমও‌পি সার ১০ কে‌জি ক‌রে প্রদান করা হয়ে‌ছে। এসব বীজ সার দি‌য়ে ৩৩ শতক জ‌মি চাষ করা যা‌বে।


   আরও সংবাদ